দিল্লি বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে অমিত শাহ (Amit Shah)। তবে ডুমুরতলাতে সভা বাতিল করেনি রাজ্য বিজেপি (Bjp)। সেখানে আসবেন অন্য কোন কেন্দ্রীয় নেতা। কিন্তু কে তিনি? একদিন আগেও তা জানাতে পারলেন না দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নিউটাউন (Newtown) ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে তিনি জানান, কে আসছেন সেটা হয়ত শনিবার জানা যাবে। অমিত শাহ আসছেন না সেটা জানানো হয়েছে। সেই জন্য এদিনের সব প্রোগ্রামকে বাতিল করা হয়েছে। রবিবার ডুমুরজোলাতে যে জনসভায় যোগদান মেলা আছে সেটা হবে সেখানে অন্য কোনো কেন্দ্রীয় নেতা আসবেন। কে আসছেন যতক্ষণ না দিল্লি জানাচ্ছে ততক্ষণ বলা যাবে না।
মতুয়াদের (Matuya) যে সভা ছিল সেটাও স্থগিত করা হয়েছে। অমিত শাহ আবার যখন আসবেন তখন হবে। তবে রবিবার ডুমুরজোলার সভাতে যেহেতু যোগদান মেলা আছে তাই সেটা হবে। যাতে যাঁরা বিজেপিতে যোগ দিতে চাইছেন তাঁরা যোগদান করে দলের শক্তি বৃদ্ধি করতে পারেন।
আরও পড়ুন-দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা































































































































