দিল্লি থেকে ঠাকুরনগরের সভামঞ্চ ভাঙতে নিষেধ করা হলো৷ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) সচিবালয় থেকে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার নোটিশে ঠাকুরনগরে আসতে পারেন অমিত শাহ। এবং সভা করে মতুয়াদের (Matua) নাগরিকত্ব নিয়ে যা বলার বলবেন। সেই কারনেই ঠাকুরনগরের সভামঞ্চ ভাঙতে নিষেধ করেছেন তিনি। বিজেপি সূত্রের খবর, শাহ জানিয়েছেন, দিল্লি-বিস্ফোরণ আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে৷ তাই তিনি শনিবার ওই সভা করতে পারেননি। কিন্তু দ্রুত আসবেন এবং মতুয়াদের নাগরিকত্ব নিয়ে যা বলার বলবেন।
ঠাকুরনগরে অমিত শাহের সভা না হওয়ায় হতাশ মতুয়ারা৷ আজ শনিবার সেখানে অমিত শাহের সভা ছিল। শাহি-সভা বাতিলে হতাশ মতুয়া সমাজ৷ বঙ্গ-বিজেপি(WB BJP) ড্যামেজ কন্ট্রোলে ঠাকুরনগর পাঠিয়েছে শুভেন্দু অধিকারী, মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু মতুয়াদের ক্ষোভ এতে প্রশমিত হয়নি৷ সেই খবর পাঠানো হয়েছে দিল্লিতে৷
সূত্রের খবর, ভোটের মুখে বিষয়টির গুরুত্ব বুঝে বিজেপি শীর্ষ মহল রাজ্য নেতাদের জানিয়েছে, ৪৮ ঘণ্টার নোটিশে ঠাকুরনগরে সভা করবেন অমিত শাহ৷
প্রসঙ্গত, দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে IED বিস্ফোরণের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বঙ্গ-সফর বাতিল করেন।
আরও পড়ুন:কৃষক-বিক্ষোভের জের, বন্ধ হল ইন্টারনেট পরিষেবা
রাজনৈতিক মহলের বক্তব্য, এখন দেখার সত্যিই ২-৪ দিনের মধ্যে ঠাকুরনগরে শাহ সভা করতে আসেন কি’না !


































































































































