প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিল বুমেরাং হয়ে ফিরেছে কৃষকদের কাছে। ওইদিন লালকেল্লার(Lalkella) ঘটনার পর কৃষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। লাগু হয়েছে রাষ্ট্রদ্রোহীতার আইনও। দিল্লি সীমান্তে(Delhi border) আন্দোলনকারী কৃষকদের(Farmer) হঠাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে যোগী সরকার। ফলে ধীরে ধীরে বিক্ষোভস্থল ছাড়তে শুরু করেছেন বহু কৃষক। এহেন সময় ফের একবার রুখে দাঁড়ালেন কৃষক নেতা রাকেশ টিকাইত(Rakesh Ticait)। যার ফলে বাড়ির পথ ধরা কৃষকরা ফের অধিকারের দাবিতে ফিরতে শুরু করেছেন বিক্ষোভ স্থলে।
লালকেল্লার ঘটনার পর যখন কৃষকের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার ঠিক সেইসময় সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে কৃষক নেতা রাকেশ টিকাইত জানান, ‘গ্রেফতার করার দরকার নেই, গলায় দড়ি দেব। কৃষকদের মারার চেষ্টা করছে বিজেপি। পুলিসের সঙ্গে বিজেপির ৩০০ গুন্ডারাও আছেন। গুলি, লাঠি নিয়ে ওঁরা দাঁড়িয়ে আছে। গ্রামের লোককে আমি বলেছি ভয় পাবেন না। আন্দোলন বন্ধ করব না’। এই কথা বলতে গিয়েই অঝোরে কেঁদে ফেলেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তার সেই চোখের জল ও কান্না ভেজা কণ্ঠস্বর মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরই আন্দোলন থেকে ফিরে যাওয়া মানুষের ভিড় করতে শুরু করেন।
#WATCH| BKU leader Rakesh Tikait breaks down while speaking to media; said, "We will not go anywhere till action is taken against those who lathi-charged farmers."(28.01) pic.twitter.com/welii1I5QY
— ANI (@ANI) January 28, 2021
উল্লেখ্য, মঙ্গলবারের ঘটনার পর যোগী প্রশাসনের নির্দেশ মেনে দিল্লি গাজীপুর সীমান্ত থেকে সরে যাচ্ছিলেন কৃষকদের একাংশ। সেই সময়ই রাকেশ টিকাইতের এই ভিডিও ফের ফিরিয়ে আনতে শুরু করল তাদের। যদিও কৃষক আন্দোলন কে রুখে দিতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে যোগী ও অমিত শাহের পুলিশ বাহিনী। বিক্ষোভ কাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে অধিকাংশ তাবু। দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার দখল নিয়েছে সিআরপিএফ। নামানো হয়েছে প্রচুর র্যাফ ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। যদিও এসব কে বিশেষ গুরুত্ব না দিয়ে এই আন্দোলনে অনড় কৃষকরা। এখন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার।