বিজেপি-তৃণমূলকে একযোগে কড়া ভাষায় কটাক্ষ করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। শুক্রবার মালদার নেতাজি মোড়ের সিপিআইএমের দলীয় কার্যালয়ে বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি-তৃণমূলকে আক্রমণ করেন সেলিম। তিনি বলেন, কুড়ি বছর আগে কেউ ভাবতে পেরেছিল উত্তরপ্রদেশের মত পশ্চিমবঙ্গেও এইভাবে নারী নির্যাতন বেড়ে যাবে। এর জন্য দায়ী তৃণমূল এবং বিজেপি। তাই বাংলাকে রক্ষার জন্য লড়াই হচ্ছে বাংলার শত্রুর বিরুদ্ধে। আর সেই শত্রু তৃণমূল-বিজেপি। তাই এদের আলাদা করে নাম বলার দরকার নেই। এখন এদের ‘বিজেমূল’ বললেই হবে’।
আরও পড়ুন- দিল্লি বিস্ফোরণের জেরে অমিত শাহের বঙ্গ-সফর বাতিল






























































































































