কেরলের বিরুদ্ধে জয় চাইছেন হাবাস

0
1

রবিবার আইএসএলে ( isl) কেরলা ব্লাস্টার্সের ( kerala blasters) বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। শেষ ম‍্যাচে নর্থইস্টইউনাইটেডের বিরুদ্ধে ১-২ গোলে হেরেছিল হাবাসের দল। যার কারণে ১৩ ম‍্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে বাগান ব্রিগেড। প্লেঅফে পাকাপাকি জায়গা করতে রবিবার কেরলের বিরুদ্ধে জিততে মরিয়া এটিকে মোহনবাগান।

কেরলের বিরুদ্ধে প্রস্তুতি ইতিমধ‍্যেই শুরু করে দিয়েছে হাবাস। দলে যোগ দিয়েছেন মার্সেলিনহো পেরিরা। তিনিও প্রস্তুতি শুরু করে দিয়েছেন মার্সেলিনহো। এদিন তিনি বলেন,” এটিকে মোহনবাগানের খেলার দর্শন আমার পছন্দের। হাবাস আমাকে অনেকদিন ধরে চেনেন। আশা করছি আমি দলের সঙ্গে মানিয়ে নিতে পারব। কেরলের বিরুদ্ধে আমাকে নামালে আমি আমার সেরাটা দেওয়ার চেস্টা করব।”

প্রথম কয়েক ম‍্যাচে গোল পেলেও, শেষের দিকে গোল পাচ্ছেন না মনবীর সিং। যা বেশ চিন্তায় রাখছে মনবীরকে। এদিন তিনি বলেন,” অনেকদিন গোল পাচ্ছি না। তবে শুধু নিজের গোলের কথা ভাববো না। তবে দলের জয়টা বেশি গুরুত্বপূর্ণ। কেরলের বিরুদ্ধে জিতে প্লে অফে জায়গা পাকা করতে চাই।”

আরও পড়ুন:করোনার রিপোর্ট নেগেটিভ ভারতীয় ক্রিকেটারদের

Advt