ভাল আছেন মহারাজ, দেওয়া হচ্ছে জেনারেল বেডে

0
3

ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। বৃহস্পতিবার দুটো স্টেন্ট বসানোর পর সুস্থ আছেন মহারাজ। কোন নতুন করে সমস‍্যা হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দু একদিনের মধ‍্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বিসিসিআই প্রেসিডেন্টকে( bcci president )। শুক্রবার এমনটাই জানাল হাসপাতাল কতৃপক্ষ।

আরও পড়ুন:বিডব্লিউএফ ওয়ার্ল্ড ফাইনালে ফের হার সিন্ধু, শ্রীকান্তের

হাসপাতাল সূত্রের খবর, শুক্রবারই জেনারেল বেডে দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সারাদিন ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। যদি কোন সমস‍্যা না দেখা দেয়, তাহলে শনি বা রবিবার ছুটি দিয়ে দেওয়া হবে মহারাজকে। শুক্রবার আবারও কিছু পরীক্ষা হবে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

এদিন ডাক্তার আফতাব খান বলেন, ‘‘সৌরভ অনেকটাই সুস্থ। আজ আবার রুটিন চেকআপ হবে। করা হবে ইসিজিও। সব ঠিক থাকলে আগামী কালই ছাড়া পেয়ে যাবেন সৌরভ।”

Advt