দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) ‘হাই-ভোল্টেজ’ বঙ্গ-সফর বাতিল (cancelled) করা হয়েছে৷ রাজধানীতে এই নাশকতামূলক ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি ছাড়বেন না৷ সেকারনেই বাতিল এই সফরসূচি৷ শুক্রবার রাতেই শাহের কলকাতায় পা রাগার কথা ছিলো৷
বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) শুক্রবার রাতে একথা জানিয়ে বলেছেন, “অমিতজির বাংলা সফর বাতিল করা হয়েছে৷ তবে রবিবার ডুমুরজলায় বিজেপির যে ‘মহা যোগদান মেলা’-র কর্মসূচি ছিলো, তা বাতিল হচ্ছে না৷ অমিত শাহের পরিবর্তে অন্য কোনও কেন্দ্রীয় নেতা আসবেন৷ তবে কে আসবেন এখনও জানানো হয়নি৷ ”
আরও পড়ুন- ছবি এঁকে রাজ্যে তাক লাগলো মালদহের হরিশ্চন্দ্রপুরের খুদে মনোজিৎ