শুক্রবার গোয়ার বিরুদ্ধে তিন পয়েনটের লক্ষ‍্যে মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড

0
3

শুক্রবার আইএসএলে ( isl) এফসি গোয়ার( fc goa) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( sc east bengal)। প্রথম লেগে গোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রবি ফাউলারের দল। সেই ম‍্যাচে লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাইট। তবে দ্বিতীয় লেগে বিরাট কোহলির দলে বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ‍্যে নামছে লাল-হলুদ ব্রিগেড। কারণ প্লে অফে যেতে হলে জিততেই হবে ইস্টবেঙ্গলকে।

বৃহস্পতিবার লাল-হলুদের সহকারি কোচ টনি গ্রান্ট সাংবাদিক সম্মেলনে বলেন,” আমরা প্রতি ম‍্যাচেই জয়ের জন‍্য ঝাপাই। কিন্তু ম‍্যাচে সেরকম সাফল‍্য আসে না। আমরা তিনটে ম‍্যাচ ১০ জনে খেলেছি। তবে এখন দল অনেকটাই তৈরি। দল অনেক ভাল খেলছে এখন। আশা করি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট আসবে আমাদের ঘরে।”

শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হেরে ১৩ ম‍্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে রবি ফাউলারের দল। ওপর দিকে ১৩ ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এফসি গোয়া। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ টনি। টনির কথায় এই গোয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করেছিল ব্রাইট। ইস্টবেঙ্গলের সহকারি কোচ আশা করছেন শুক্রবারও ফিরতি লেগে গোয়ার বিরুদ্ধে দুরন্ত খেলবে ইস্টবেঙ্গলের এই তারকা বিদেশি স্ট্রাইকার।

আরও পড়ুন:বসল বাকি দুটি স্টেন্ট, স্থিতিশীল মহারাজ, সৌরভকে দেখতে হাসপাতালে মুখ‍্যমন্ত্রী

Advt