ভারতীয় বায়ুসেনায় যোগ হল আরো তিনটি রাফায়েল জেট

0
1

ভারতীয় বায়ু সেনায় (Indian Air force)যোগ হলো আরো তিনটি রাফায়েল যুদ্ধ বিমান(Rafael Jet fighter)। বুধবারই ফ্রান্স থেকে নিয়ে আসা হয়েছে আরও তিনটি রাফায়েল যুদ্ধবিমানকে। Onবায়ুসেনা জানিয়েছে, গতকাল ফ্রান্সের একটি বায়ুসেনাঘাঁটি থেকে উড়ান শুরু করে রাফায়েল বিমানগুলি। প্রায় ৭ হাজার কিলোমিটারের এই সফরে মাঝ আকাশে রাফায়েল গুলিতে জ্বালানি ভরে দেয় সংযুক্ত আরব আমিরশাহীর বায়ুসেনার ট্যাঙ্কার বিমান। টানা ৮ ঘন্টার উড়ান শেষে ভারতে এসে পৌঁছায় অত্যাধুনিক এই জেট বিমান গুলি।

 

২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের দাসাউ অ্যাভিয়েশন থেকে ৫৯ হাজার কোটি টাকা দিয়ে ৩৬টি রাফায়েল জেট কেনার চুক্তি করে ভারত। এর মধ্যে লাদাখে চিনের সঙ্গে সংঘাতের আবহে ভারতের হাতে এল মোট ১১টি রাফায়েল যুদ্ধবিমান। প্রথম দফায় এসেছিল ৫টি, দ্বিতীয় দফায় ৩টি ও তৃতীয় দফায় ফের ৩টি রাফায়েল এসেছে ভারতে। প্রায় দু’দশক পর নতুন কোনও অত্যাধুনিক বিদেশি যুদ্ধবিমান হাতে পেল ভারতীয় বায়ুসেনা।

Advt