করোনা ভারতে জন আন্দোলনের শামিল, ইকোনমিক ফোরামের মঞ্চে জানালেন মোদি

0
1

ইকোনমিক ফোরামের(economic forum) মঞ্চে বৃহস্পতিবার করোনার(coronavirus) বিরুদ্ধে ভারতের যুদ্ধ জয়ের গল্প শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন ইকোনমিক ফোরামের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বক্তব্যের বেশিরভাগ অংশটাই ছিল করোনার বিরুদ্ধে ভারতবাসীর লড়াইয়ের কথা। তিনি বলেন, যখন করোনা এসেছিল তখন সবাই বলেছিলেন যে ভারতে করোনার সুনামী আসবে। কোটি কোটি লোক আক্রান্ত হতে পারেন, সেই জায়গা থেকে আজ ভারতের করোনা পরিসংখ্যান এটাই ব্যাখ্যা করছে যে ভারত এই লড়াইয়ে জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন, ভারতে মাত্র ১২ দিনে ২.৩ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া হয়েছে। এরপর কয়েক মাস পরে ৩০০ মিলিয়ন বয়স্ক কোমর্বিডিটি সম্পন্ন মানুষকে ভারত করোনার ভ্যাকসিন দেবে। পাশাপাশি অতি তুলে ধরে তিনি বলেন একটা সময় ছিল যখন পিপিই কিট বাইরের দেশ থেকে কিনতে হয়েছে ভারতকে। তবে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় পিপিই কিট রপ্তানিকারী দেশ ভারত। প্রধানমন্ত্রীর কথায়, ভারতে করোনা রোখা যেন জন আন্দোলন হয়ে দাঁড়িয়েছিল। যা কার্যত একটি চ্যালেঞ্জ ছিল।

আরও পড়ুন:‘তৃণমূলে ভালো লোকের জায়গা নেই’, ফের বিস্ফোরক মন্তব্য প্রবীর ঘোষালের

শুধু তাই নয় ভ্যাকসিনে সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, একটা সময় আসবে যখন ভারত থেকে একাধিক ভ্যাকসিন যাবে পৃথিবীর বিভিন্ন দেশে। করোনার সময় যখন আকাশপথ বহু দেশ বন্ধ করে দিয়েছে তখন ভারত অন্যান্য দেশ থেকে নিজেদের নাগরিকদের আকাশপথে ফেরত এনেছে ১৫০ টি দেশে অত্যাবশকীয় সামগ্রী পাঠিয়েছে ভারত। এছাড়াও করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, টেস্টিং ও ট্র্যাকিং নিয়ে সম্পূর্ণ প্রযুক্তিকে ভারত কোভিড যুদ্ধে নামিয়েছে।

Advt