আজ বাম-কংগ্রেসের ফের জোট বৈঠক। জেতা আসনের রফা সূত্র হয়েছে। এবার বাকি আসনে রফা। প্রদেশ কংগ্রেস অফিসে বৈঠক। থাকবেন অধীর চৌধুরীও। এটি তৃতীয় বৈঠক।
আসন রফায় বামেদের সূত্র হলো ২০১৬-র বিধানসভা ও ২০১৯-এর লোকসভা আসনের ফলাফলের নিরিখে আনুপাতিক হারে আসন বন্টন। দ্বিতীয় বৈঠকে ৭৭ আসনে রফা হয়েছে। যার মনে মধ্যে কংগ্রেস ৪৪টি, বাম ৩৩টি। বাকি ২১৭ আসন নিয়ে আজ আলোচনা হবে। প্রদেশ কংগ্রেস আলিমুদ্দিনে প্রাথমিক তালিকা পাঠিয়েছিল, সেই হিসাবে এগোলে বাম শরিকদের বেশ কিছু আসন কাটা যাবে। সেক্ষেত্রে ফরোয়ার্ড ব্লকের আসন ২৫ থেকে কমে ১৫টি, আরএসপি ১৯ থেকে ১১টি, সিপিআই-এর ১১টি থেকে ৬টি আসন হবে। এক্ষেত্রে নিজেদের ভিত্তি যেখানে শক্ত, এমন জায়গায় নিজেদের প্রতীকে প্রার্থী দিতে না পারলে তলানিতে এসে ঠেকা সংগঠন যে আরও দুর্বল হবে, তা বলার অপেক্ষা রাখে না।তবে বিজেপিকে ঠেকাতে এই মুহূর্তে জোট বদ্ধপরিকর। এর সঙ্গে সিপিআইএমএলও বাম জোটের সঙ্গী হয়েছে। তাদের আসন ছাড়ার বিষয়টিও জোটের বৈঠকে উঠে আসবে।