ঘোষণা করা হল এএফসি কাপ( AFC CUP) এবং এএফসি কাপের ড্র। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গ্রুপ ‘ডি’ খেলা। এএফসি কাপে গ্রুপ ‘ডি’ তে পড়ল এটিকে মোহনবাগান ( Atk mohunbagan)। গ্রুপ ‘ডি’ তে তারা খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের মাজিয়া ক্লাবের বিরুদ্ধে। চতুর্থ দল হিসাবে খেলতে পারে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।
এএফসি কাপে ম্যাচ নিয়ে এটিকে মোহনবাগান কোচ হাবাস বলেন, “এএফসি কাপের মতন আন্তর্জাতিক প্রতিযোগিতায় গ্রুপ লিগের খেলা গুলো আর্কষণীয় হবে আশা করছি। সব প্রতিপক্ষকে সমীহ করছি এবং আমি তাদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি।”
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল এফসি গোয়া। প্রথম ভারতীয় ক্লাব হিসাবে ইতিহাস তৈরি করল বিরাট কোহলির দল। গ্রুপ ই-তে তারা খেলবে ইরানের ঐতিহ্যশালী ক্লাব পার্সেপোলিস এবং কাতারের আল-রায়ানের বিপক্ষে। গতবার আইএসএলে লিগ পর্ব সবার আগে শেষ করার কারণেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে এফসি গোয়া।
গতবছর কোভিডের কারণে বাতিল হয়ে গিয়েছিল এই টুর্নামেন্ট। তবে এই বছর হবে খেলা। একটি কেন্দ্রেই হবে এই টুর্নামেন্ট। কোভিড প্রোটকল মেনে জৈব সুরক্ষা বলয়ে ম্যাচ হওয়ার কথা।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস