মহারাজকে দেখলেন দেবী শেঠি, দীর্ঘ বৈঠক চিকিৎসকদের

0
1

বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে( sourav ganguly) দেখতে হাসপাতালে এসেছেন দেবী শেঠি। এসেছেন ডাক্তার অশ্বিন মেহতা। এদিন প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর বৃহস্পতিবারই অ‍্যাঞ্জিয়োগ্রাম হবে মহারাজের। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী পদক্ষেপের।

অ‍্যাঞ্জিয়োগ্রামের রিপোর্টের পরই ঠিক করা হবে যে বৃহস্পতিবারই বাকি দুটি স্টেন্ট বসানো হবে কি না মহারাজের।দেবীর শেঠীর উপস্থিতিতে হবে অ‍্যাঞ্জিয়োগ্রাম। হাসপাতাল সূত্রে খবর।

এদিন হাসপাতাল সূত্রে খবর রাতে ভাল ঘুমিয়েছেন সৌরভ। আপাতত কোন শারীরিক অসুস্থতা নেই বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। বুধবার বুকে ব‍্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় বিসিসিআই প্রেসিডেন্টকে। গতকালই ইকো এবং ইসিজি করানো হয়। সেই রিপোর্টে কিছু সমস্যা দেখা দেয় মহারাজের। বুধবার চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় সৌরভকে।

আরও পড়ুন:করোনার কারণে লর্ডস থেকে সরতে পারে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল

Advt