মহারাজকে দেখতে কলকাতায় আসছেন দেবী শেঠি, আজই হবে অ‍্যাঞ্জিয়োগ্রাম

0
1

বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে( sourav ganguly) দেখতে হাসপাতালে আসছেন দেবী শেঠি। দেবীর শেঠীর উপস্থিতিতে হবে অ‍্যাঞ্জিয়োগ্রাম। অ‍্যাঞ্জিয়োগ্রামের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে, আজই বাকি দুটো স্টেন্ট বসানো হবে কি না। কারন এখনও দুটো স্টেন্ট বসানো বাকি আছে মহারাজের। বাকি দুটো স্টেন্ট না বসানোর কারণে সৌরভ ফের একবার অসুস্থ হয়ে পড়লেন কি না, সে বিষয়ের দিকে নজর রাখছে হাসপাতাল কতৃপক্ষ।

এদিন হাসপাতাল সূত্রে খবর রাতে ভাল ঘুমিয়েছেন সৌরভ। আপাতত কোন শারীরিক অসুস্থতা নেই বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। এদিন মহারাজকে দেখতে কলকাতায় আসছেন দেবী শেঠি। মুম্বই থেকে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

বুধবার বুকে ব‍্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় বিসিসিআই প্রেসিডেন্টকে। গতকালই ইকো এবং ইসিজি করানো হয়। সেই রিপোর্টে কিছু সমস্যা দেখা দেয় মহারাজের। বুধবার চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় সৌরভকে।

আরও পড়ুন:এএফসি কাপে গ্রুপ ‘ডি’ তে এটিকে এমবি

Advt