টেলিপ্রম্পটার দেখে ভাষণ দিই না, কান ধরে হিন্দি শেখাতে পারি: নাম না করে মোদিকে কটাক্ষ মমতার

0
1

টেলিপ্রম্পটার দেখে হিন্দি বলি না- তৃণমূল ভবনে হিন্দিভাষীদের সঙ্গে বৈঠকে নাম না করে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বৃহস্পতিবার, তিনি বলেন, “ওরা আমায় কী হিন্দি (Hindi) শেখাবে, আমি কান ধরে হিন্দি শেখাতে পারি। উনি টেলিপ্রম্পটার দেখে গুজরাটিতে ভাষণ দেন”। নাম না করে মোদিকে উদ্দেশ্য করে এই উক্তি করেন মমতা। হিন্দিভাষীদের সঙ্গে বৈঠকে মমতা তাঁদের আহ্বান জানিয়ে বলেন, “বাঙালিদের থেকেও বেশি ভোট আপনারা দিন। দেখিয়ে দেব আমরা আর কী করতে পারি”।

মুখ্যমন্ত্রী বলেন, হিন্দি, উর্দু, গুরমুখী ভাষাকে রাজ্যে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। বিজেপি এখন বাঙালি-অবাঙালি রাজনীতি করছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি অভিযোগ করেন, ধর্মের ভিত্তিতে ভাগের পরে, এখন ভাষা ভিত্তিতে ভাগের চেষ্টা করছে গেরুয়া শিবির

Advt