প্রশ্ন উঠেছিল দীর্ঘদিন ধরেই। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একাধিকবার মেজাজ হারাতেও দেখা গিয়েছে সাংসদদের(parliament member)। অবশেষে সংসদের ক্যান্টিনে শেষ হলো সস্তার খাবারের দিন। বুধবার থেকে ধার্য হলো ক্যান্টিনে(canteen) খাবার এর নতুন দাম। একই সঙ্গে দীর্ঘদিনের বিতর্কে অবশেষে ইতি টানল কেন্দ্রীয় সরকার(central government)।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দেশের মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সংসদের ক্যান্টিনেও বাড়ানো হবে খাবারের দাম। পাশাপাশি সরকারের তরফে নতুন যে চার্ট দেওয়া হয়েছে সেখানে দেখা গিয়েছে প্রায় ৮০% খাবারই নতুন। পাশাপাশি দীর্ঘ ৫০ বছর ধরে সংসদের ক্যান্টিনের দায়িত্ব সামলাচ্ছে উত্তর রেল। তবে এইবার ক্যান্টিনের দায়িত্ব সামলাবে আইটিডিসি(ITDC)।
সম্প্রতি তথ্য জানার অধিকার আইন ২০১৫ সালে একটি আবেদন করা হয় সেখানেই জানা যায় এই ভর্তুকির ক্যান্টিন চালাতে সরকার প্রতিবছর খরচ করে ৮ কোটি টাকা। তথ্য সামনে আসতেই শুরু হয় বিতর্ক। এ পর ২০১৯ সালে ক্যান্টিনের খাবারের দাম বাড়াতে হয় কেন্দ্র। সিদ্ধান্ত হয় ভর্তুকির খাবার আর দেওয়া হবে না। যদিও তার বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য, সংসদের ক্যান্টিনে এতদিন শুধু মাত্র সাংসদরাই ভর্তুকির খাবার খেতেন না। এই ভর্তুকির খাবারে উপকৃত হতেন সংসদের স্টাফ, নিরাপত্তা কর্মীরাও।
আরও পড়ুন:কড়া নিরাপত্তা, তৃণমূলে হুইপ, রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভার অধিবেশন
সংসদে নতুন খাবারের যে চার্ট করা হয়েছে সেখানে রয়েছে ৫৮ টি খাবার। দামের নয়া তালিকাসহ এই খাবার গুলি হল, আলু বড়া-১০ টাকা, সেদ্ধ সবজি-৫০ টাকা, চাপাটি-৩ টাকা, চিকেন বিরিয়ানি-১০০, চিকেন কাটলেট ১০০, চিকেন ফ্রাই ১০০, দই-১০ টাকা, ডাল তড়কা-২০ টাকা, মশলা ধোসা ৫০ টাকা, এগ কারি ৩০ টাকা, মাটন বিরিয়ানি ১৫০, মাটন কারি ১২৫, মাটন কাটলেট ১৫০।


































































































































