সিবিএসই( CBSE) দশম ও দ্বাদশ ( 10th 12 )শ্রেনীর পরীক্ষার সময়সূচী জানানো হবে ২ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার এমনই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ২ ফেব্রুয়ারি দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আগেই জানিয়েছিলেন ৪ মে থেকে ১০ জুনের মধ্যে হবে সিবিএসইর দশম এবং দ্বাদশ শ্রেনির পরীক্ষা। প্র্যাকটিকাল পরীক্ষা হবে ১ লা মার্চ থেকে।
এদিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী জানান,” গতবছর করোনার শুরুতে আমরা কোন শিক্ষার্থীর বছর নষ্ট করিনি। কোভিডের সব প্রটোকল মেনেই আমরা পরীক্ষা আয়োজন করেছিলাম। ছাত্রছাত্রীরাও কঠিন পরিস্থিতিতে মনোবল বজায় রেখেছিল।
আরও পড়ুন:আবারও বড়সড় ধাক্কা শেয়ার বাজারে, ৫৩৫ পয়েন্ট নামলো সেনসেক্স