ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার ভর্তি করা হল হাসপাতালে। বৃহস্পতিবার দেখতে আসতে পারেন দেবী শেঠি।

২) এএফসি কাপে সহজ গ্রুপেই পড়ল এটিকে মোহনবাগান। গ্রুপ ডি-তে তারা খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের মাজিয়া ক্লাবের বিরুদ্ধে।

৩) খারাপ রেফারিং নিয়ে প্রতিবাদ জানাল এটিকে মোহনবাগান। কড়া চিঠি ও ম্যাচের ফুটেজ দিয়ে প্রতিবাদ জানাল তারা।

৪) শুক্রবার আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। গোয়ার বিরুদ্ধে জয় চাইছেন ফাউলার।

৫)হার দিয়ে ওয়ার্ল্ড ট‍্যুর ফাইনালস অভিযান শুরু করলেন  পি ভি সিন্ধু। বুধবার তাঁর প্রতিপক্ষ ছিলেন শীর্ষস্থানে থাকা তাইওয়ানের তাই জু-ইং।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt