পাতা ফাঁদে পা দিয়ে বালিতে বিজেপির প্রার্থী হতে চান বৈশালী

0
1

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পাতা ফাঁদে পড়ে বালিতেই বিজেপির প্রার্থী হতে চান বৈশালী ডালমিয়া (Boishali Dalmia)। বৃহস্পতিবারই খবর প্রকাশ হয় গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন হাওড়ার বালির বিধায়ক বৈশালী। ৩১ জানুয়ারি বিজেপিতে যোগ দেওয়ার কথা তাঁর। ওই সময় রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সভাতেই বিজেপিতে যোগ দিতে পারেন বৈশালী।

বারবার প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে, বৈশালীকে বহিষ্কার করেছিল তৃণমূল (Tmc)। সেইসময় এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে কুণাল ঘোষ তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ক্ষমতা থাকলে অন্য দলের টিকিটে দাঁড়িয়ে জিতে দেখান বৈশালী। এরপরেই এদিন বালির বিধায়ক বলেন, সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই বালি থেকে বিজেপির (Bjp) প্রার্থী হিসেবে লড়তে চান তিনি। তবে, এখনও তাঁর এবিষয়ে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা হয়নি বলে মন্ত্য করেন বৈশালী ডালমিয়া। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল মুখপাত্রের পাতা ফাঁদেই পা দিয়েছেন বালির বিধায়ক।

আরও পড়ুন- বইমেলা২০২১ পথ চলা শুরু, চলবে ৩ফেব্রুয়ারি পর্যন্ত

Advt