আবারও বড়সড় ধাক্কা শেয়ার বাজারে, ৫৩৫ পয়েন্ট নামলো সেনসেক্স

0
1

?সেনসেক্স ৪৬,৮৭৪৩৬ (⬇️ -১.১৩%)

?নিফটি ১৩,৮১৭.৫৫ (⬇️ -১.০৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। তবে সুসময় দীর্ঘস্থায়ী হলো না। ৫০ হাজারের গণ্ডি হওয়ার পর এক টানা ধ্বস নামল শেয়ারবাজারে। বৃহস্পতিবারও অব্যাহত রইল সেই ধারা। এদিন ৫৩৫ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। সব মিলিয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫৩৫.৫৭ পয়েন্ট বা -১.১৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৬,৮৭৪৩৬। এনএসই নিফটি (NSE Nifty) -১৪৯.৯৫ পয়েন্ট বা -১.০৭ শতাংশ নেমে হয়েছে ১৩,৮১৭.৫৫। স্বাভাবিকভাবেই আশার আলো দেখিয়েও এতোখানি ধাক্কায় মাথায় হাত বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:করোনা ভারতে জন আন্দোলনের শামিল, ইকোনমিক ফোরামের মঞ্চে জানালেন মোদি

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt