বলিউডে পা রাখছেন টলি নায়িকা রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)। বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়ালের (Vidyut Jamwal) বিপরীতে দেখা যাবে রুক্মিনীকে। ‘সনক (Sanak): হোপ আন্ডার সিজ’-এই ছবির হাত ধরেই বি-টাউনে ডেবিউ করবেন টলিউডের এই গ্ল্যামার ক্যুইন।
টুইট করে এদিন রুক্মিণী তাঁর এই নতুন ছবির খবর ভক্তদের জানান। এই খবর প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় বইছে শুভেচ্ছার বন্যা। অভিনয়ে হাতেখড়ির আগে মডেলিং করেছেন রুক্মিণী। দেবের নায়িকা হয়ে ‘চ্যাম্প’ ছবিতে দেখা গিয়ছে তাঁকে। এরপরই দেবের সঙ্গে ‘ককপিট’, ‘কবির’, ‘পাসওয়ার্ড’-এর মতো সিনেমায় অভিনয় করেন। গত বছরের শেষে ক্রিসমাসের সময় আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে রুক্মিণী ‘স্যুইৎজারল্যান্ড’ ছবিতেও অভিনয় করেন। সেই ছবির পর নতুন বছরের শুরুতেই এবার বলিউড পাড়ি দিচ্ছেন রুক্মিণী মৈত্র।
রুক্মিণীর এই সাফল্যে উচ্ছ্বসিত দেব(Dev) টুইটারে লিখেছেন, ‘দারুণ গর্বিত।’
Super super proud of u girl?
Now make Bengal Proud
U were born to Rule…
Best wishes to the entire cast n crew of #Sanak https://t.co/Wsh9M8OCyh— Dev (@idevadhikari) January 26, 2021
অন্যদিকে, এ নিয়ে প্রযোজক বিপুল শাহের সঙ্গে পঞ্চম ছবিতে অভিনয় করছেন বিদ্যুৎ জামওয়াল। ২০২১-এর শেষে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন-ফের অসুস্থ মহারাজ