আদালতের নির্দেশে জেল হাজতে গেলেন অ্যালকেমিস্ট-কর্তা কে ডি সিং

0
2

অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিং-কে বুধবার জেল হেফাজত পাঠালো দিল্লির এক আদালত। গত ১৩ জানুয়ারি অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংকে (K D SINGH) দিল্লি থেকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেদিন থেকেই ED-র হেফাজতে ছিলেন তিনি। বুধবার কে ডি সিংকে দিল্লির বিশেষ আদালতের বিচারপতি গীতাঞ্জলি গোয়েলের এজলাসে পেশ করা হয়।রাজ্যসভার প্রাক্তন এই সাংসদের বিরুদ্ধে ১৫০ থেকে ২০০ কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ। ED’র তরফে আইনজীবী আদালতে বলেন, এখনও কে ডি সিংয়ের বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি প্রভাবশালী মানুষ। তাই তদন্তের স্বার্থে এখনই তাঁকে জামিনে মুক্ত করা উচিত হবে না। এরপরই ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কে ডি সিংকে জেল হেফাজতের পাঠানোর নির্দেশ দেয় আদালত। এদিকে, জানা গিয়েছে, কে ডি সিংকে বেশ কয়েকজনের মুখোমুখি বসিয়ে ED জেরা করতে পারে৷ ঠিক কাদের জেরা করা হবে, তা স্পষ্ট করেনি তদন্তকারী সংস্থা৷ ওদিকে, ED সূত্রের খবর, অ্যালকেমিস্টের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি সংস্থার সঙ্গে যুক্ত নন, এমন অনেককেই জেরা করা হতে পারে। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এই তালিকায় থাকছেন কিনা, ED তা স্পষ্ট করেনি৷

আরও পড়ুন- ডায়মন্ডহারবারের জনসভা থেকে তৃণমূলকে একযোগে আক্রমণ শোভন-বৈশাখীর

Advt