সিডনি টেস্টে বর্ণবিদ্বেষী ঘটনা স্বীকার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া

0
2

অস্ট্রেলিয়ার ( Australia )মাটিতে ভারতীয়( india) দলকে বর্ণবিদ্বেষী আক্রমণ যে করা হয়েছিল, তা মেনে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া( cricket Australia )। বুধবার অস্ট্রেলিয়া বোর্ড জানাল যে, দর্শকদের মধ‍্যে দিয়ে মহম্মদ সিরাজ( mohammad siraj), যশপ্রীত বুমরাহকে ( jasprit bumrah) বর্ণবিদ্বেষী মন্তব‍্য করা হয়।

সিডনিতে টেস্ট চলাকালীন বর্ণবৈষম‍্যের অভিযোগ ওঠে। দর্শকরা সিরাজ, যশপ্রীত বুমরাহর উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করে। তখনই ভারতীয় দলের পক্ষ থেকে সরকারি ভাবে জানান হয়। সেই সময় অ‍্যাম্পয়ররা টিম ইন্ডিয়াকে খেলা বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু রাহানেরা ম‍্যাচ শেষ করেই মাঠ ছাড়েন। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানান হয় যে দর্শকদের মধ‍্যে দিয়ে সিরাজ, বুমরাহদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়। সেই রিপোর্ট আইসিসির( icc) কাছে জমাও দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

গ‍্যাব্বায়ও চতুর্থ টেস্টে মহম্মদ সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিল অস্ট্রেলিয়া দর্শক। তবে তাদের এখনও চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt