মুখ্যসচিবের আশ্বাস: আপাতত হচ্ছে না ৭২ ঘণ্টার বাস ধর্মঘট

0
2

আপাতত হচ্ছে না ৭২ ঘণ্টার বাস ধর্মঘট। সরকারকে সময় দিতে চান মালিকরা। বুধবার বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানিয়েছে বাস মালিক সংগঠন।

এদিন বৈঠক শেষে বাস মালিকরা জানান, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়(Alapan Benarjee) তাঁদের আশ্বাস দিয়েছেন। সেই কারণে অপেক্ষা করতে চান তাঁরা। তবে সরকারকে ১৪ ফেব্রুয়ারি (February) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে মালিক সংগঠন। নির্ধারিত সময়ের মতো তাদের দাবি না মানলে ফের আন্দোলনে নামবে তারা।

পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে তিনদিন বাস-মিনিবাস (Bus-MiniBus) ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সংগঠনগুলি। ২৮, ২৯ এবং ৩০ জানুয়ারি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রমিক-মালিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম ভাড়া দ্বিগুণ না করলে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। মুখ্যসচিবের (Chief Secretary) সঙ্গে আলোচনার পরে বিষয়টি নিয়ে আশ্বাস পেয়ে আপাতত ধর্মঘটের রাস্তা থেকে সরে আসছে বাস মালিক সংগঠনগুলি।

আরও পড়ুন- ‘জেডিইউ সন্ধান’: এবার প্রতি মাসে কাগজ বের করবেন নীতীশকুমার

Advt