ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) আইএসএলে নর্থইস্টইউনাইটেডের বিরুদ্ধে ১-২ গোলে হারল এটিকে মোহনবাগান। বাগানের হয়ে একমাত্র গোল রয় কৃষ্ণার।

২) মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গলে সই করলেন সুব্রত পাল। লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে তিনি।

৩) প্রয়াত প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। দীর্ঘ একমাস ধরে অসুস্থ ছিলেন তিনি।

৪) অ্যাডিলেড টেস্টের পর অজিঙ্কে রাহানেকে ফোন করে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফোন রাহানেকে পেপটক মহারাজের।

৫) ভারতে এসে পৌঁছালেন বেন স্টোকস। চেন্নাইয়ে পাঁচদিনের কোয়রান্টিনে রয়েছেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt