ফের বেলাগাম: দলীয় নেতা খুনে বিজেপিকে ‘গ্রামছাড়া’ করার হুঁশিয়ারি অনুব্রতর

0
1

মঙ্গলকোটে দলীয় নেতা খুনের জবাব দিতে ফের বেলাগাম বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। নিজস্ব ঢঙে রীতিমতো বিজেপি (Bjp) কর্মীদের গ্রামছাড়া করার হুঁশিয়ারি দেন অনুব্রত৷ একই সঙ্গে অনুব্রতর দাবি, তাঁর থেকে ভয়ঙ্কর কেউ না৷

মঙ্গলবার, মঙ্গলকোটের নিগন গ্রামে সঞ্জিত ঘোষ নামে তৃণমূলের (Tmc) এক বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়। অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। তৃণমূলের হয়ে মঙ্গলকোট (Mangalcout) বিধানসভার দায়িত্বে রয়েছেন অনুব্রত৷ বিজেপিকে হুঁশিয়ারি দিলেও অনুব্রত বলেন, “আইন আইনের পথে চলবে”৷ একই সঙ্গে তিনি বলেন, “বিজেপি-র কর্মীরা যদি ভাবে এ ভাবে লোককে মারবে, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না৷ যদি ভাবে এ ভাবেই সন্ত্রাস করে যাবে, তাহলে ঘরেই থাকতে পারবে না৷ গ্রামছাড়া করে দেব”৷

বিতর্কিত মন্তব্যের জন্য অতীতে বহুবার চর্চা হয়েছে অনুব্রতকে নিয়ে। কিছুদিন বিতর্ক থেকে দূরে থাকলেও নির্বাচনের আগে ফের চেনা মেজাজেই ফিরছেন ‘কেষ্ট দা’৷ মঙ্গলবার, দুবরাজপুর (Dubrajpur) ব্লক তৃণমূলের ডাকে যে জনসভা ছিল সেখান থেকেই বুথ সভাপতি খুন নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “আমি নোংরামি রাজনীতি করি না। যদি আপনি নোংরামি করেন আমি রাজি আছি”। মঙ্গলকোটের নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গেও দেখা করতে যাবেন বলে জানান অনুব্রত।

আরও পড়ুন- বিনয়-অনীতকে দরকার নেই, পাহাড়ে তৃণমূলকে জেতাতে আমি একাই যথেষ্ট: বিমল গুরুং

Advt