বিনয় মিশ্রের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি

0
2

গরু-পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের(BINAY MISRA) বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি হলো আসানসোলের বিশেষ CBI আদালতের (Spl CBI Court) বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ছুটির দিন হওয়া সত্ত্বেও মঙ্গলবার যেভাবে এই পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে এবং পরোয়ানা জারি করা হয়েছে, তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷

গরু-পাচার চক্রের যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত পাণ্ডা বিনয় মিশ্র৷ পাচার কাণ্ডে যোগসাজসের প্রমাণ পাওয়ার পরই CBI বিনয় মিশ্রকে তলব করে৷ তদন্তের স্বার্থে তাঁকে বারবার ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু নানা কারনে হাজিরা এড়িয়েছেন বিনয়।হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন বিনয়৷ কিন্তু সেই নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও হাজিরা দেননি তিনি।একাধিকবার ডেকেও তাঁকে না পাওয়ায় এবার বিশেষ আদালতে বিনয় মিশ্রের বিরুদ্ধে CBI গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানায়৷ CBI আদালতে বলেছে, গরু ও কয়লা পাচার মামলার ‘কমন ফ্যাক্টর’ এই বিনয় মিশ্র। তাকে জেরা করলে দুই মামলার অনেকগুলো জট খুলতে পারে৷ বারবার তলব করা সত্ত্বেও হাজিরা না দেওয়াই শুধু নয়, তলবের নোটিশ পেয়ে তদন্তকারী সংস্থার সঙ্গে কোনও যোগাযোগই করেননি বিনয়। মঙ্গলবারও তার বাড়িতে যান CBIয়ের একটি দল। কিন্তু সেখানেও সে ছিল না। এরপরই তদন্তকারী সংস্থার সন্দেহ হয়, বিনয় মিশ্র পলাতক। তার পরই ছুটির দিন হওয়া সত্ত্বেও মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হন আধিকারিকরা। ওই আবেদনই মঞ্জুর করে CBI আদালত৷

আরও পড়ুন-ভোট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, ২৯ জানুয়ারি দলের জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

Advt