সন্দেহভাজন বাংলাদেশি গ্রেফতার শিলিগুড়ির ফুলবাড়িতে

0
3

এক সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করল জলপাইগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার রাতে নিউ জলপাইগুড়ি থানা এলাকার ফুলবাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম চঞ্চল দাস।

আরও পড়ুন:ফের উত্তপ্ত হালিশহর, বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি

নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চঞ্চল সম্প্রতি বাংলাদেশের বগুড়া জেলার জগন্নাথপুর এলাকা থেকে সীমান্ত টপকে ভারতে ঢোকে। সে শেরপুর থানা এলাকার বাসিন্দা। গত তিন চার মাস যাবত সে ভারতের ফুলবাড়ি এলাকায় বসবাস করছিল। জানা গিয়েছে, চঞ্চল বেশ কিছুদিন যাবৎ ভোটার তালিকায় নাম তোলার এবং আধার কার্ড তৈরির চেষ্টা চালাচ্ছিল। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে সে কার মাধ্যমে ভারতে প্রবেশ করেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advt