‘চ্যালেঞ্জ করেছেন, গ্রহণ করেছি, প্রার্থী হোন নন্দীগ্রামেই’, হুংকার শুভেন্দুর

0
3

কৃষি আইন(Farm Law) বাতিলের দাবিতে দিল্লিতে কৃষকদের মিছিলে যখন কাঁদানে গ্যাস, লাঠি চার্জ করছে পুলিশ, ঠিক তখনই নন্দীগ্রামে (Nandigram) কৃষি আইনের সমর্থনে পদযাত্রা ও সভা করেছে বিজেপি(BJP)৷ মঙ্গলবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷ মঞ্চের পিছনের ব্যানারে লেখা কৃষি আইনের সমর্থনে সভা, আর মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুবাবু স্পষ্টভাষায় নির্বাচনী প্রচার সারলেন৷ এদিন ফের তিনি শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রার্থী হওয়ার দাবি তোলেন

Advt

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “আপনি চ্যালেঞ্জ করেছেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি৷ নন্দীগ্রামেই এবার প্রার্থী হয়ে জল মাপুন৷ কীভাবে হারতে হয় আপনি দেখুন৷ ১৭টি অঞ্চলের মধ্যে ৩টিতে আপনি জিতবেন, বাকি ১৪ অঞ্চলে তৃণমূলকে পরিষ্কার করে দেবে বিজেপি৷ আপনি জিততে পারবেন তো ?” শুভেন্দু বলেন, “ক’টা আসনে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী ? ‘বড়বোন’ ভবানীপুর, ‘মেজোবোন’ নন্দীগ্রাম ছাড়াও তো ডোমজুড়, বালি, উত্তরপাড়ায় দাঁড়াতে হবে”৷ পাশাপাশি পুরোনো কথাই ফের তুলে ধরে ব্যাখ্যা করেন, কেন তিনি বিজেপিতে যোগ দিলেন৷ জয় শ্রীরাম ধ্বনিতে মুখ্যমন্ত্রীর আপত্তির কড়া সমালোচনাও করেন৷ সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় প্রকল্পগুলি এ রাজ্যে চালু না হওয়ার জন্যও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন৷ ভোট-ভাষণের মেজাজে শুভেন্দু অধিকারী উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “ভোটের কাজ শুরু হয়ে গিয়েছে৷ এবার ভোট হবে আধাসেনার নজরদারিতে৷ আপনারা শুধু নিজেদের ভোট নিজেরা দিতে যাবেন, বাকিটা বুঝে নেবে আধাসেনা বাহিনী৷ এদিন সভার আগে নন্দীগ্রাম ২নং ব্লকের কিষান মান্ডি সুরক্ষার দাবিতে শিবরামপুর থেকে বিরুলিয়া পর্যন্ত পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী ৷ তারও আগে

নিমতৌড়ির স্মৃতিসৌধে স্বাধীনতা সংগ্রামীদের সম্মাননা প্রদান ও জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি৷