প্রজাতন্ত্রে ‘বিরাট’ বার্তা, টুইটারে শুভেচ্ছা বার্তা সচিন, রাহানেদের

0
3

দেশ জুড়ে পালন হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস ( Republic day)। দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা দিলেন সচিন তেন্ডুলকার( sachin tendulkar) , বিরাট কোহলি( virat kohli), বীরেন্দ্র সেহবাগের( virender sehwag)। এদিন টুইটারে শুভেচ্ছা বার্তা দিলেন তাঁরা।

এদিন টুইটারে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকার লেখেন, ” সকলকে প্রজাতন্ত্র দিবসে সকলকে শুভেচ্ছা। দেশ যে কালজয়ী নীতিগুলি স্থির করে, সেগুলি আমাদের পথনির্দেশক হয়ে উঠুক।”

 

ভারত অধিনায়ক বিরাট কোহলি লেখেন,” আমাদের ভবিষ্যৎ নির্ভর করে বর্তমানের কাজের ওপর। দেশের হয়ে উঠে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ‍্য। সকলকে প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা। জয় হিন্দ।”

টুইটারে শুভেচ্ছা বার্তা দেন বীরেন্দ্র সেহাবাগ, অজিঙ্কে রাহানেরা।

আরও পড়ুন:পদ্মশ্রী পুরষ্কার পাচ্ছেন মৌমা, মেয়েকে উৎসর্গ করলেন তিনি

Advt