প্রয়াত প্রশান্ত ডোরা, তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ময়দান

0
4

প্রয়াত প্রাশান্ত ডোরা ( prashanta dora)। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ময়দান। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। প্রজাতন্ত্র দিবসের দিন দুপুরে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন তিনি। ‘এইচএলএইচ’ ( HLH) নামক এক বিরোল রোগে আক্রান্ত ছিলেন প্রশান্ত ডোরা।

টাটা মেমোরিয়াল রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন ছিলেন প্রশান্ত ডোরা। দীর্ঘ একমাস ধরে ভুগছিলেন তিনি। এদিন প্রশান্ত ডোরার দাদা প্রাক্তন গোলরক্ষক হেমন্ত ডোরা ( hemanta dora) বলেন, “ভাইয়ের রক্তের প্লেট লেট দ্রুত নেমে যাচ্ছিল। রক্ত দেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা করা গেল না।”

খেলোয়ার জীবনে কলকাতার তিন বড় প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানে খেলেছেন প্রশান্ত ডোরা। তাঁর ওই দুই হাত ভরসা দিয়েছিল দলকে। দলের হয়ে বাঁচিয়েছেন অনেক গোল। তিন প্রধানে আগে খেলেছেন টালিগঞ্জ অগ্রগামী, ক‍্যালকাটা পোর্ট ট্রাস্টেও। দেশের হয়ে সুনামের সঙ্গে খেলেছেন প্রশান্ত ডোরা। সাফ কাপ, সাফ গেমসেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

আরও পড়ুন:প্রজাতন্ত্রে ‘বিরাট’ বার্তা, টুইটারে শুভেচ্ছা বার্তা সচিন, রাহানেদের

Advt