জাতীয় পতাকা তুললেও দলীয় পতাকা তুললেন না ‘অভিমানী’ প্রবীর

0
1

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কোন্নগরের (Kannogar) বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করলেন উত্তরপাড়ার (Uttarpara) বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal)। প্রথমে বিধায়ক যান কোন্নগরের বকুলতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করলেও তৃণমূলের দলীয় পতাকা তোলেননি ‘অভিমানী’ বিধায়ক।

এরপর বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করে প্রবীর জানান, দলের বিরুদ্ধে ক্ষোভ তাঁর রয়েছেই। তবে, সোমবার মুখ্যমন্ত্রীর (Chief Minister) সভায় না গেলেও কর্মীদের যাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। আর প্রজাতন্ত্র দিবসে দলীয় পতাকা না তোলার কারণ হিসেবে তিনি বলেন, প্রজাতন্ত্র দিবসে শুধুই জাতীয় পতাকা তোলা হবে। বাকি সব এদিন সাংবাদিক বৈঠকেই জানাবেন বিধায়ক।

আরও পড়ুন:আব্বাসের সঙ্গে জোটে যেতে মরিয়া বামেরা বারবার বৈঠকে

Advt