কোভিড আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে আমাদের। শহরের বাইরে পা রাখার আগে দশবার ভাবতে হচ্ছে আমজনতাকে। এই মরশুমে মন খুলে আনন্দের জোয়ারে ভাসতে পারছেন না কেউই । তবু শহরবাসীর মুখে হাসি ফোটাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য পরিবহণ নিগম। এর আগে ট্রাম লাইব্রেরি করে চমক দিয়েছিল তারা । এবার তাদের পালকে নতুন সংযোজন গঙ্গাবক্ষে বই পড়ার সুযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন । আপনি ইচ্ছে করলেই প্রকৃতির বুকে , গঙ্গার হাওয়া খেতে খেতেই আপনার প্রিয় বইতে চোখ রাখতে পারেন। সেই সুযোগ করে দিয়েছে রাজ্য পরিবহণ নিগম ।
আগামী ২৭ তারিখ থেকে শহরে চালু হচ্ছে ‘লাইব্রেরি অন বোট’। শিশু-ও কিশোর-কিশোরীদের কথা ভেবেই এই অভিনব উদ্যোগ রাজ্য সরকারের।
বাংলা ও ইংরেজিতে লেখা শিশু ও কিশোর সাহিত্যের বই তো থাকছেই, সঙ্গে বাড়তি পাওনা হিসেবে থাকছে গান শোনার সুযোগ এবং মুখরোচক খাবারের স্টল। লঞ্চটিকে সাজিয়ে তোলা হচ্ছে হস্তশিল্পীদের নিপুণ সহযোগিতা ও দক্ষতায়। রয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ।
সব মিলিয়ে শীতের দুপুরে অন্যরকমের একটি পরিবেশ বইপ্রেমীদের উপহার দিতে প্রস্তুত রাজ্য পরিবহণ নিগম।
তারা জানানো হয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে টিকিটের খরচ ১০০ টাকা। ১৮ বছরের নিচে টিকিটের দাম ৫০ টাকা। এমনকি শিক্ষামূলক ভ্রমণের জন্য গোটা লঞ্চটি ভাড়াও নিতে পারবে যে কোনও সংস্থা। সেক্ষেত্রে খরচ পড়বে ৪ হাজার টাকা। সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে তিনবার সুযোগ থাকছে এই লঞ্চে চড়ার। মিলেনিয়াম পার্ক থেকে প্রথম লঞ্চ ছাড়বে বেলা ১১ টায়। এরপর দুপুর সোয়া একটা ও সাড়ে তিনটের সময় দুটি লঞ্চ ছাড়বে।
তাই দেরি না করে উপভোগ করুন এই নতুন উদ্যোগের স্বাদ।


































































































































