পদ্মশ্রী পুরষ্কার( padma shri ) পাচ্ছেন মৌমা দাস( mouma das)। এই পুরষ্কার পেয়ে খুশি বাংলার এই মহিলা টেবিল টেনিস খেলোয়ার। মৌমা দেশের মাত্র দ্বিতীয় টিটি খেলোয়ার হিসাবে এই পুরষ্কার পেলেন। এই পুরষ্কার মেয়ে উৎসর্গ করলেন মৌমা।

পদ্মশ্রী পুরষ্কার পাচ্ছেন মৌমা। সোমবার রাতে এই খবর পাওয়ার পরই আবেগে ভেসে যান তিনি। এদিন তিনি বলেন,” প্রচন্ড খুশি হচ্ছে। এই সম্মান পাব ভাবতে পারেনি। ফর্ম ভর্তি করে পাঠাতে হয়, সেটা করে ছিলাম ঠিকই। কিন্তু আশা করিনি এই সম্মান আমাকে দেওয়া হবে। খবরটা পেয়ে বিশ্বাসই হচ্ছিল না।”
১৯৯৭ সালে দেশের হয়ে বিশ্ব টেবিল টেনিসে খেলা শুরু করেন মৌমা। ২০০৪ সালের অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে মনিকা বাত্রার সঙ্গে জুটি বেধেঁ দেশকে রূপো এনে দেয় তিনি।
আরও পড়ুন:আইপিএলের কারণে সম্ভবত পিছিয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল



































































































































