মঙ্গলবার ভোরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। কড়েয়া থানা এলাকার একটি গ্যারাজে বিধ্বংসী আগুন লাগে। ক্ষতি হয়েছে গ্যারাজ সংলগ্ন আট-দশটি ঘর। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় কড়েয়ার গুরুসদয় রোডের একাংশ। দাউদাউ করে জ্বলতে দেখা যায় সেখানকার একটি গ্যারাজ। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পুড়ে ছাই হয়ে যায় গ্যারাজ। আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন বেশ কয়েকটি ঘরেও। এরপর দমকলের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপর দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি।
ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরগুলি। ফলে প্রজাতন্ত্র দিবসের সকালে গৃহহীন বেশ কয়েকটি পরিবার। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, কীভাবে আগুন লাগল পুরোপুরি নেভার পরই বলা যাবে। সেইসঙ্গে খতিয়ে দেখা হবে ওই গ্যারাজে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না।
আরও পড়ুন-মর্মান্তিক: কুসংস্কারের বশে নৃশংসভাবে দুই মেয়েকে খুন করলেন বাবা-মা!
 
 
 
 
 






























































































































