ট্র্যাক্টর মিছিলে ব্যারিকেড ভাঙার চেষ্টা কৃষকদের, দিল্লি সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ

0
2

কৃষক সংগঠনগুলির ট্রাক্টর মিছিল নিয়ে সংঘর্ষ পুলিশের সঙ্গে। সংগঠনের তরফে জানানো হয়েছিল, মিছিল হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হলেই, তার আগে নয়। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো ।
দিল্লি সীমান্তে কৃষক-পুলিশ সংঘর্ষ তৈরি হল । ব্যারিকেড ভেঙে কৃষকরা এগোনোর চেষ্টা করতেই লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেলও ফাটানো হয় ।
ইতিমধ্যে সিংঘু, টিকরি, গাজিয়াবাদ, চিল্লা সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির অভিমুখে রওনা দিয়েছে ৷ নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা দিল্লিতে প্রবেশ করার মুখে রাজধানীর উপকণ্ঠে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বলে জানা গিয়েছে । হরিয়ানা ও দিল্লির মাঝে সিঙ্ঘু সীমান্তের কাছে পাঁচ হাজারেরও বেশি কৃষক নির্ধারিত সময়ের আগেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পুলিশ বাধা দেয় । এরপরই ব্যারিকেড ভাঙে বিক্ষোভরত কৃষকরা ।