লাল কেল্লায় আন্দোলনরত কৃষকরা, চ্যালেঞ্জের মুখে দিল্লির পুলিশ-প্রশাসন

0
1

দেশজুড়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ঘিরে সকাল থেকে উত্তপ্ত ছিল দিল্লি সীমান্ত এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ।
শেষ পর্যন্ত ট্র্যাক্টর র‍্যালি করে অসংখ্য কৃষক এসে পৌঁছেছেন লাল কেল্লায়। পুলিশের ওপর কোনও নির্দেশ না থাকায় তারা ব্যবস্থা নিতে পারছে না। ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে লাল কেল্লা চত্বরে। লাল কেল্লার পাঁচিল বেয়ে ওপরে উঠছেন কৃষকরা। এই মুহূর্তে কার্যত চ্যালেঞ্জের মুখে দিল্লির পুলিশ-প্রশাসন। দিল্লির রাস্তা জুড়ে শুধুই ট্র্যাক্টর, পিছু হঠেছে গিয়েছে পুলিশ। গাজিয়াবাদ সীমানায় উত্তেজনা। দিল্লি পুলিশের এক কর্তা জানিয়েছেন, “কৃষক নেতাদের সঙ্গে কথাবার্তা চলছে। শান্তভাবে আন্দোলন করার কথা বলা হয়েছে। অনিচ্ছাকৃত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সবাই মিলে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আমরা আমাদের কাজ করছি।”
শেষ পাওয়া খবর অনুযায়ী, লাল কেল্লার দখল নিয়েছে বিশাল পুলিশ বাহিনী। নাঙ্গলোই থেকে ইতিমধ্যেই পিছু হঠেছেন বিক্ষুব্ধ কৃষকরা। বরং তাদের অভিযোগ,
আমরা শান্তিতে মিছিল করেছি। যারা অশান্তি করছে, তাদের চিনি।

Advt