‘ডোমজুড়েই প্রার্থী হবো’, স্পষ্ট বার্তা দিলেন পদত্যাগী রাজীব

0
1

দল বা প্রতীক যাই হোক, একুশের ভোটে তিনি ডোমজুড় কেন্দ্রেই (Domjur) প্রার্থী হবেন৷ মঙ্গলবার স্পষ্ট করেই এই বার্তা দিয়েছেন পদত্যাগীমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)৷ তবে এখনও স্পষ্ট করেননি, দলবদল করে তিনি বিজেপি-তে (BJP) যাচ্ছেন কি’না৷

রাজীববাবু গত ২১ জানুয়ারি রাজ্য মন্ত্রিসভার বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন৷ পদত্যাগ করার একটু পরেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ডোমজুড় কেন্দ্র থেকেই ভোটে লড়ার
চ্যালেঞ্জ ছুড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে৷
ডোমজুড় বিধানসভা কেন্দ্রটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত৷ ডোমজুড় থেকেই লড়বে বলে এদিন কল্যাণের চ্যালেঞ্জই কার্যত গ্রহণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

এ দিন নিজের নির্বাচনী কেন্দ্র ডোমজুড়ে প্রজাতন্ত্র দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তণ বনমন্ত্রী ৷ সেখানেই রাজীব বলেন, “ডোমজুড় কেন্দ্রের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক৷ আগামী দিনে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবে কে তাঁদের পরিবারের সদস্য আর কে বাইরের লোক৷”
আত্মবিশ্বাসী সুরে রাজীব বলেন, “এলাকার মানুষের সঙ্গে যে সম্পর্ক আমার রয়েছে, তার জোরেই বলছি, ডোমজুড়ের বাইরে বাংলার কোনও কেন্দ্র থেকেই আমি দাঁড়াব না৷ স্পষ্ট বলছি, আমি ডোমজুড়েই দাঁড়াবো”৷

প্রসঙ্গত, রাজীববাবু মন্ত্রিত্ব ছাড়লেও এখনও তৃণমূল ত্যাগ করেননি৷ রাজনৈতিক মহলে জল্পনা, চলতি মাসের ৩০-৩১ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন৷ তখনই শাহ হাওড়ায় বিজেপি-র মহা যোগদান মেলায় হাজির থাকবেন৷ শোনা যাচ্ছে, ওই যোগদান মেলাতেই গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা-নেত্রী৷ তবে এ দিন স্পষ্ট করে এ বিষয়ে কিছুই বলেননি রাজীব বন্দ্যোপাধ্যায়৷