প্রধানমন্ত্রীর ছবিতে পানের পিক কোচবিহারে, বিক্ষোভ বিজেপির

0
1

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতিতে পানের পিক ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা প্রসেনজিত বসাক বলেন, তৃণমূল কংগ্রেস উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই জঘন্য কাজ করেছে৷ বিজেপির পক্ষ থেকে তীব্র ধিক্কার জানানো হচ্ছে। জেলা নেতৃত্বকে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে।

যদিও তৃণমূল কংগ্রেসের কোচবিহারের মুখপাত্র শিবপদ পাল বলেন, ‘এই ঘটনার সাথে দলের কোনো যোগ নেই। উলটে বিজেপি তুফানগঞ্জ এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফেস্টুন ফ্লেক্স কেটে দেয় গত কয়েকদিন আগে’। জানা গেছে তুফানগঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডে ২৩ জানুয়ারিতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করেছিল তৃনমূল কংগ্রেস। এরপরেই সেই অনুষ্ঠান মঞ্চের কাছে লাগানো বিজেপির একটি ফ্লেক্সে পানের পিক দিয়ে ভরানো অবস্থায় দেখা যায়। প্রধানমন্ত্রীর ছবি ছাড়াও রয়েছে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের ছবি৷ এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি।

আরও পড়ুন- করোনা টিকা নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা, দাওয়াই কেন্দ্রের

Advt