প্রজাতন্ত্র দিবসে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যার কারণে তিনি নিজেও বিড়ম্বনায় পড়ছেন। বললেন, খুবই অস্বস্তিকর ঘটনা।
মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের (Republic Day) সকালে তারাপীঠে (Tarapith) পুজো দেন দিলীপ ঘোষ। এরপর বীরভূম (Birbhum) জেলার রামপুরহাটের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই পতাকা উত্তোলনের সময় তিনি দেখতে পান, সেটি উল্টো করে লাগানো হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সহ সেখানে উপস্থিত থাকা নেতা- কর্মীরা বুঝতে পারেন ‘বড় ভুল’ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে দিলীপ নিজেই পতাকাটি সোজা করে লাগিয়ে জাতীয় সঙ্গীত শুরু করেন বিজেপির রাজ্যসভাপতি।
ঘটনার দিলীপ বলেন, “এটা একটা খুবই অস্বস্তিকর ঘটনা। পতাকা তোলার আগে তো পরীক্ষা করে দেখিনি। কিন্তু পতাকা তোলার সঙ্গে সঙ্গেই বিষয়টা আমার চোখে পড়ে। তখন নিজেই পতাকা ঠিকে করে দিই। তারপর সঠিক ভাবে জাতীয় পতাকা তুলি। যাঁরা ওই দায়িত্বে ছিলেন, তাঁদের পরে বলেছি, এমন ভুল যেন আর কখনও না হয়।” সেখানে উপস্থিত থাকা কর্মীদের পাশে দাঁড়িয়ে দিলীপ বলেন, “জাতীয় পতাকাকে অসম্মান করার কোনও উদ্দেশ্য ওঁদের ছিল না। ভুল করেছেন। সংশোধন করেছেন।”
আরও পড়ুন-জয় শ্রীরাম’ শুভেচ্ছা বার্তা, খারাপ লাগার কী আছে? মমতাকে কটাক্ষ যোগীর