এবার কি পদ্ম শিবিরে উত্তরপাড়ার ‘অভিমানী’ বিধায়ক?

0
1

এবার কি তাহলে পদ্ম শিবিরে উত্তরপাড়ার তৃণমূল (Tmc) বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal)? সোমবার এই প্রশ্নই সব থেকে চর্চিত হুগলি জেলার রাজনীতিতে। পুরশুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সভায় থাকছেন না উত্তরপাড়ার ‘অভিমানী’ প্রবীর।

বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বেসুরো ছিলেন বিধায়ক। এবার সরাসরি তৃণমূল নেত্রীর সভায় অনুপস্থিত থেকে একপ্রকার বুঝিয়েই দিচ্ছে দলের সঙ্গে তাঁর দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছে।সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই দলীয় কর্মসূচিতে ডাক পাচ্ছিলেন না প্রবীর। অরাজনৈতিক সভায় প্রবীর ঘোষালকে দেখা গেলেও থাকছিলেন না দলীয় কর্মসূচিতে।

পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি কর্মসূচিতেও উত্তরপাড়ার (Uttorpara) বিধায়ক ছিলেন ব্রাত্য। এরপরে আবার কোন্নগরের নৈটি রোড নিয়ে অরাজনৈতিক সভায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত থেকে বিধায়ক তৃণমূল দলকে একপ্রকার বার্তা দিয়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:নাথুলায় লাল ফৌজের সঙ্গে হাতাহাতি, অনুপ্রবেশ রুখলেন ভারতীয় জওয়ানরা

অবশ্য প্রবীর ঘোষাল এই বিষয়ে সরাসরি কিছু না বললেও জানিয়েছেন, মঙ্গলবার কোন্নগরে বিধায়কের দলীয় অফিসে সাংবাদিকদের সামনে যা বলার বলবেন।

Advt