সদ্য তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়েছেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন এই নেতা। ভারতীয় জনতা পার্টিতে যেতেই বিধায়ককে দেওয়া হল কেন্দ্রীয় নিরাপত্তা। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেলেন অরিন্দম। রবিবারই এই নিরাপত্তা পেয়েছেন তিনি। সেই নিরাপত্তা পেয়েই রবিবারই দেখা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar)) সঙ্গে। অরিন্দমের কথায়, ধনকড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। এবার অরিন্দমকে দেওয়া হল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা।
তৃণমূলের আগে কংগ্রেসে ছিলেন অরিন্দম ভট্টাচার্য। ২০১৬-র বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জিতেছিলেন তিনি। পরের বছরই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অরিন্দম। কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ের পরে ২০১৭-য় তৃণমূলে অরিন্দম ভট্টাচার্য। এবার তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন, এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। অবশেষে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি।
আরও পড়ুন-সতীর্থদের সমর্থনে আজ ধর্মতলায় টলি-শিল্পীদের প্রতিবাদ সভা






























































































































