এবার স্লোগান তরজায় সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল (Tmc) ছেড়ে সদ্য বিজেপিতে (Bjp) যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) সম্প্রতি ‘কৃষ্ণ’ নাম নিয়ে বিজেপির শ্লোগান তৈরি করেন, “কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে”। সোমবার পুড়শুড়া সভা থেকে তারই পাল্টা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) । এদিন সেই কৃষ্ণ নাম নিয়ে এই দুটি স্লোগান দেন মমতা। তৃণমূলের স্লোগান হল- “হরে কৃষ্ণ হরে রাম, বিদায় নাও বিজেপি-বাম”, “হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে”। এই স্লোগানে শুধু বিজেপি নয়, বামেদেরও বাংলা থেকে বিদায় জানানোর ডাক দেন তৃণমূল সুপ্রিমো।
পুরশুড়ার সভায় বিজেপি-সহ বিরোধীদের আক্রমণ করে নতুন স্লোগান বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “অনেক সময় মা–বোনেরা গান করেন, হরে কৃষ্ণ হরে রাম। আমি বলি, হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি–বাম।” এরপরই মমতা বলেন, “হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে”।
এর আগেও বিভিন্ন জনসভায় স্লোগান দিয়ে দলের নেতা-কর্মী-সমর্থকদের উজ্জীবিত করেছেন তৃণমূল নেত্রী। পুরশুড়ার সভা থেকে ‘কৃষ্ণ নাম’ নিয়ে তিনি যে নতুন স্লোগান বেঁধে দিলেন তা হুগলি তথা সারা রাজ্যের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করবে বলেই মত সকলের।
আরও পড়ুন- ফের ধাক্কা খেলো শেয়ার বাজার, ৫৩০ পয়েন্ট নামলো সেনসেক্স



































































































































