নেপাল কমিউনিস্ট পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কৃত হলেন ওলি

0
1

বিগত কয়েক মাস ধরে নেপাল(Nepal) রাজনীতিতে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ এনে সংসদ ভেঙে দিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি(K P Sharma Oli)। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ডকে কোণঠাসা করতে কেন্দ্রীয় কমিটিতে নিজের পছন্দের লোক ঢোকাতে শুরু করেন তিনি। এমন পরিস্থিতিতে এবার পুষ্প কমল দাহাল ওরফে প্রচন্ড নেতৃত্বাধীন দলটি ওলিকে এনসিপির সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করল।

হিমালায়ন টাইমস নামে নেপালের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি হোলির কর্মকাণ্ডের জেরে তাকে শোকজ নোটিশ পাঠায় প্রচন্ড নেতৃত্বাধীন এনসিপি দল। সেই নোটিশের ব্যাখ্যা যুক্তিসঙ্গত না হয় কড়া পদক্ষেপ নেওয়া হয় ওলির বিরুদ্ধে। দল থেকে বহিষ্কার করা হয় তাকে। সম্প্রতি প্রচন্ড নেতৃত্বাধীন দলটি বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চিঠি দিয়ে এসেছিল। এর আগে প্রচন্ডের নেতৃত্বে ভেঙে বেরিয়ে আসা ওই দল চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দিয়েছিল ওলিকে। তাঁর বিরুদ্ধে দলীয় সংস্কৃতি এবং আইন ভাঙার অভিযোগ আনা হয়েছিল।

আরও পড়ুন:দলের মধ্যেই আদি বনাম নব্যের লড়াই, জেলা সভাপতি-সহ ১৪ জনকে শোকজ দিলীপের

অতীতে ওলি ঠিক করেছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ১১৯৯ করা হবে। এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ ছিল ওই কমিটির অধিকাংশ সদস্যই ওলির পক্ষে। ওই সিদ্ধান্ত গৃহীত হলে কেন্দ্রীয় কমিটিতে ব্যাকফুটে চলে যেত প্রচন্ড শিবির। কিন্তু নির্বাচন ছাড়া এই প্রক্রিয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন ছিল দলের অন্দরে। তবে পরিস্থিতি যাই হোক না কেন নেপাল রাজনীতির জল আপাতত ঘোলা হতে শুরু করেছে।

Advt