বিজেপি-সঙ্গ! নদিয়ার পার্থ’কে সরানো হলো তৃণমূলের পদ থেকে

0
1

দলবিরোধী কাজের জেরে নদিয়া জেলা তৃণমূল (TMC) সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল রানাঘাট উত্তর-পশ্চিমের প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে(Partha sarathi)। পদ খোয়ানোর চিঠি পাওয়ার পর পার্থসারথি বলেছেন, “আমাকে দলবিরোধী কাজের জন্য সরানো হল। এমনই লেখা হয়েছে ওই চিঠিতে৷ দলবিরোধী কোন কাজ করেছি, তার উল্লেখ করা হয়নি৷ সরানোর আগে আত্মপক্ষ সমর্থনের জন্য শোকজ করা উচিত ছিল। কিন্তু এ ক্ষেত্রে তেমনটা করা হয়নি।” দলীয় পদ থেকে সরানো হলেও পার্থসারথি এদিনও নিজেকে তৃণমূলের কর্মী হিসেবেই দাবি করেছেন।

ওদিকে, পার্থসারথি চট্টোপাধ্যায় এখনও রানাঘাট পুরসভার প্রশাসকের (Administrator) পদে রয়েছেন। তৃণমূল সূত্রের খবর, তাঁকে ওই পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের পুর দফতর দ্রুতই তাঁকে সরানোর সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন- বুথে বুথে সংগঠন আরও জোরদার করতে মুকুল-শোভনদের সঙ্গে বৈঠক সারলেন সন্তোষ

Advt