তৃণমূল থেকে দিনতিনেক আগে বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmia) সোমবার দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar )সঙ্গে৷
এই মুহুর্তে শুধুই বিধায়ক বৈশালী ডালমিয়া বালি এলাকার আইনশৃঙ্খলা নিয়ে নালিশ করলেন রাজ্যপালের কাছে৷
প্রসঙ্গত, দলের একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ খুলেছিলেন বৈশালী। এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধেও বিস্ফোরক কথা বলেন তিনি। সেদিনই দল থেকে বহিষ্কার করা হয় বালির বিধায়ককে। তৃণমূলের (TMC) তরফে সেদিন এক বিবৃতিতে জানানো হয়, ‘দলের বিরুদ্ধে বিভিন্ন সময় মন্তব্য করেছেন বৈশালী ডালমিয়া। এমনকী, দলবিরোধী একাধিক মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগও ছিল। এ ধরনের কার্যকলাপ নিয়ে তাঁকে বারবার সতর্ক করা হলেও একই কাজ চালিয়ে যান বৈশালী। তাই বৈশালীকে বহিষ্কৃত করা হলো’।
ওদিকে, বৈশালীকে বহিষ্কারের পরেই তৃণমূল- বিজেপি (BJP) সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে বালি। গুলি-বোমা তো বটেই ভাঙচুরও চলে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিশাল পুলিশবাহিনী।
রাজ্যপালের কাছে এই ঘটনা তুলেই বালির আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ করেন বৈশালী। বৈশালীর কথায়, তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালাচ্ছে৷
আরও পড়ুন- করোনা টিকাকরণ ও আত্মনির্ভর ভারত গড়ার ডাক রাষ্ট্রপতির


































































































































