পাঁচ বছরের জন্য নয়, মাত্র একদিনের মুখ্যমন্ত্রী। ঘটনাটা ঠিক সিনেমার মতো হলেও সিনেমা নয় । এটা বাস্তব। হরি হরিদ্দার এর বাসিন্দা সৃষ্টি গোস্বামী মাত্র একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। রবিবার ২৪ জানুয়ারি এই পদে বসানো হল। ২৪ শে জানুয়ারি জাতীয় বালিকা দিবস। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সৃষ্টিকে এই বিরল সম্মান দেওয়া হচ্ছে।
বিএসসি তৃতীয় বর্ষের ছাত্রী সৃষ্টি গোস্বামী এই বিরল সম্মানে ভূষিত হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত এবং আবেগাপ্লুত। সৃষ্টি বলেছেন আমি কোনোদিন ভাবিনি যে জীবনে এমন একটি সুযোগ পাব। প্রশাসনের সর্বোচ্চ পদে বসে সৃষ্টি যে দায়িত্ব গুলি সামলাতে চলেছেন সেগুলি হল: কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আলোচনা করবে ন। অটল আয়ুষ্মান প্রকল্প, স্মার্ট সিটি প্রকল্প, পর্যটন বিভাগের হোম স্টে প্রকল্প অন্য আরো কয়েকটি প্রকল্প নিয়ে সৃষ্টি এদিন আলোচনা করবেন। ১৮ সাল থেকে সৃষ্টি রাজ্যের বিধানসভার শিশু মুখ্য পদে রয়েছেন। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী পদে বসার আগে সমস্ত খুঁটিনাটি ভালোভাবে বুঝিয়ে দেবেন।
আরও পড়ুন-ফেব্রুয়ারিতে স্কুল খুলবে রাজ্যে, জানাল শিক্ষা দফতর
































































































































