করোনার দাপট কমছে কলকাতায় (Kolkata)। প্রথমবারের জন্য মহানগরে সক্রিয় করোনা আক্রান্ত ০.৯৯ শতাংশ। এই পরিসংখ্যান প্রশাসনের কাছে অনেকটা স্বস্তির খবর। এই হার নির্ধারণ করা হয় কত জন এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা কত, তার শতাংশের হিসাব করে।
রাজ্যের (West Bengal) ক্ষেত্রে সক্রিয় করোনা আক্রান্ত ১.১৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬৭ হাজার ৭১৪ জন। অন্য দিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছে ৪৭৪ জন। রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ৫ লক্ষ ৫১ হাজার ২১১ জন। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ৩৯৬। শুক্রবারের তুলনায় সেই সংখ্যাটি কমেছে ৭৪ জন। শনিবার রাজ্য মোট ২৮ হাজার ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে এই নমুনা পরীক্ষার কাজ করছে মোট ১০২টি পরীক্ষাগার। চলতি সপ্তাহেই পরীক্ষাগারের তালিকায় যুক্ত হয়েছে আরও নতুন দুটি কেন্দ্র।
রাজ্যে মোট ১০১টি হাসপাতাল করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কাজ করে চলেছে। যার মধ্যে ৪৪টি সরকারি ও ৫৭টি বেসরকারি হাসপাতাল। রাজ্যে রয়েছে মোট ১২ হাজার ৪৪০টি করোনা হাসপাতালের শয্যা। রাজ্যে এখনও ৬৭ হাজার ২৪৯ জন মানুষ হোম কোয়রান্টাইনে রয়েছে।
আরও পড়ুন-‘কঠোর অনুশীলন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে’ জানালেন সিরাজ






























































































































