অভাবনীয় উদ্যোগ, পথশিশুদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করল বোধিভবন কলেজিয়েট স্কুল। এইরকম উদ্যোগ প্রাইভেট সিবিএসসি স্কুলে এই প্রথম।
স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে, পড়ুয়াদের ক্লাস শুরু হবে বিকেল ৫ টা থেকে। স্কুল চলবে সন্ধে ৭ টা পর্যন্ত। প্রথম ধাপে মোট ৫০ জন পড়ুয়া নিয়ে শুরু হবে এই পথ চলা। এরপর পড়ুয়াদের সংখ্যা ধাপে ধাপে বাড়বে। পি নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ানো হবে এখানে। এই স্কুলে যে পথশিশুরা পড়াশোনা করবে তাদেরকে সম্পূর্ন বিনামূল্যে খাবার দেওয়া হবে। দেওয়া হবে খাতা, বই ইত্যাদিও।
এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শনিবার। এটি একটি বেসরকারি বিদ্যালয়ের মানব শিক্ষার উন্নতির জন্য একটি আদর্শ অগ্রগতি হতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিদায়ী মেয়র পারিষদ দেবাশিস কুমার, দেবযানী কুমার, সুদীপ্ত কুমার, তাপসী দাস, শঙ্কর দত্ত সহ বোধিভবন কলেজিয়েট স্কুলের আরও সদস্যরা। এছাড়াও ছিল ‘সহজ পথ’। ‘সহজ পথ’ হল একটি ভলেন্টিয়ার অর্গানাইজেশন।
এই উদ্যোগ নেওয়ার কারণ হিসেবে জানতে চাওয়া হলে শঙ্কর দত্ত জানান, “এই উদ্যোগ নেওয়ার ভাবনা আমাদের মধ্যে আগেই এসেছিল। আগেই ভাবনা চিন্তা করা হচ্ছিল যদি সামাজিক কারণে পথশিশুদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়। এরপর পথ দেখায় ‘সহজ পথ’ ভলেন্টিয়ার অর্গানাইজেশনটি। তারা জানায় পথশিশুদের বিনামূল্যে পড়াশোনার একটি উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু জায়াগা পাওয়া যাচ্ছে না। তখনই আমাদের স্কুল বিল্ডিংটি এই উদ্যোগের যাতে কাজে লাগে এই কথা বলা হয়। এছাড়াও আমাদের স্কুলের শিক্ষকরাও কাজ করবেন এখানে।”
আরও পড়ুন-পরাক্রম নয়, দেশনায়ক বেশি পছন্দ সুগত বসুর! ব্যাখ্যাও দিলেন





























































































































