লাদাখ ইস্যুতে ফির সংঘাতে ভারত চিন, কড়া বিবৃতি রাজনাথের

0
1

ভারত(India) আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজায় বিশ্বাস করে। তবে চিন(China) যে বিষধর সাপ সে প্রমাণ আগেই মিলেছে। এহেন অবস্থায় মাঝেই শনিবার লাদাখ(Ladakh) ইস্যুতে বক্তব্য পেশ করে চিনের বিশ্বাসভঙ্গের খতিয়ান আরো একবার তুলে ধরলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, গত ৯ মাস ধরে লাদাখ সীমান্তে উত্তেজনা জারি রয়েছে। ভারত আলোচনার মাধ্যমে সমাধানের বিশ্বাস করে। কিন্তু চিনের অসহযোগিতায় বিষয়টা বিন্দুমাত্র এগোয়নি। ফলে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে নির্দিষ্ট করে তা এখনই বলা যাচ্ছে না। পাশাপাশি নিয়ন্ত্রণরেখায় দুই দেশের তরফে সেনা কমানোর প্রসঙ্গ নিয়েও এদিন বিবৃতি দেন রাজনাথ সিং।

আরও পড়ুন:বারবার বাংলায় উক্তি, ২৩ জানুয়ারি ‘জাতীয় ছুটি’র ঘোষণা নেই প্রধানমন্ত্রীর ভাষণে

ভারত চিন উত্তেজনা পূর্ণ পরিস্থিতিকে নজরে রেখে এদিন রাজনাথ সিং জানিয়ে দেন, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন যদি সেনার সংখ্যা না কমায় ভারত একপাক্ষিক ভাবে কখনোই সেনা কমাবে না নিয়ন্ত্রণ রেখা থেকে। তিনি আরো বলেন চিন ভারতের কোনও কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে আপত্তি তুলেছে ঠিকই, কিন্তু তারপরও ভারত সীমান্তবর্তী অঞ্চলে দ্রুতগতিতে পরিকাঠামোগত উন্নয়নের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

Advt